নিজস্ব প্রতিবেদক
Published:2025-08-28 16:59:51 BdST
‘মঞ্চ ৭১’ ঘিরে উত্তেজনাডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী
ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে আটকদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। সেখান থেকেই তাদেরকে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।
তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। গ্রেপ্তার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবি কার্যালয় জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এ মুহূর্তে বলতে পারছি না।
এর আগে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে এই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এরপর বিস্তারিত তথ্য জানাবো আমরা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.