October 27, 2025, 3:23 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-27 12:38:05 BdST

আগারগাঁও-ফার্মগেট এলাকায় তীব্র যানজট


ছবি: সংগৃহীত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যানজট দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগর এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের মিছিলের কারণে বিজয় সরণীর উড়োজাহাজ সিগনালে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া উড়োজাহাজ সিগনাল থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার সড়কও বন্ধ রয়েছে।

অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের সংলগ্ন মেট্রোরেল লাইনের একটি অংশ থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দীর্ঘ সময় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে এই সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায়, যার ফলে আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও সোমবার সকাল ১১টা থেকে মেট্রোরেলের পুরো রুটে চলাচল স্বাভাবিক হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.