January 21, 2026, 8:50 pm


S M Fatin Shadab

Published:
2026-01-21 17:32:04 BdST

ছোট-ছোট বাচ্চারা হাঁস হাঁস বলে স্লোগান দেয়: রুমিন ফারহানা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার হাতে এই প্রতীক তুলে দেন।

প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা যখন আমাকে দেখে, ছোট-ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না। আমি হাঁস পালতাম।

তিনি বলেন, ‘এই নির্বাচনে যেন কালিমা লেপন না করতে পারে, এজন্যে প্রশাসনকে সজাগ থাকতে হবে। আমি দল গুলোকেও বলবো বৃহত্তর স্বার্থে তাদের নেতাকর্মীরা অসংলগ্ন আচরণ না করেন, আইন না ভাঙেন, অসভ্য আচরণ না করেন। বড় দল গুলোর দায়িত্ব হবে এই বিষয় গুলো নিশ্চিত করা। নির্বাচনি আসনে যদি কোন দাগ পড়ে, সেই দাগটা বড় দল গুলোকে বাকি সময়টায় বয়ে বেড়াতে হবে।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.