S M Fatin Shadab
Published:2026-01-29 16:53:28 BdST
আমের জন্য হিমাগার, আইটি পার্ক সচল ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের
চাষীদের আর্থিকভাবে লাভবান করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এই অঞ্চলে আম সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই, যার ফলে চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। বিএনপির পরিকল্পনায় আম সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি রয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই এলাকায় আমের জন্য হিমাগার নির্মাণ করা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এটিই ছিল তারেক রহমানের প্রথম জনসভা। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমান বলেন, রাজশাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও এখানে কর্মসংস্থানের বড় সংকট রয়েছে। তিনি উল্লেখ করেন, রাজশাহীতে একটি আইটি পার্ক থাকলেও সেটি কার্যত অচল অবস্থায় আছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এই আইটি পার্ককে সচল করে শিক্ষিত ও দক্ষ বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আইটি খাতে পারদর্শী তরুণদের কাজে লাগিয়ে রাজশাহীকে একটি কার্যকর কর্মসংস্থানকেন্দ্রে পরিণত করার কথাও জানান তিনি।
বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান আরো বলেন, ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে তরুণ ও নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ নিয়ে তারা দেশে নিজেদের ব্যবসা করতে পারবেন কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
জনসভায় কৃষকদের স্বার্থে একটি বড় ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু, উন্নত চিকিৎসা সেবার জন্য রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ‘যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি আমরা তৈরি করতে পারি, পুরা এই এলাকার মানুষের উপকার হবে—রাজশাহীসহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই। ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব।”
বিএনপি চেয়ারম্যান বরেন্দ্র প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, কিন্তু বিগত ১৬ বছর আমরা দেখেছি যে, এটাতে কোনো কাজই হয় নাই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় ১০০০ কোটি টাকা। কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেয়া হয়েছে।‘
তিনি আরো বলেন, ‘আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই আবার। এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই।‘
জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। কর্মসূচি অনুযায়ী, রাজশাহী শেষে তিনি নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে এটিম মাঠে বক্তব্য দেয়ার পর রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
