September 20, 2024, 11:37 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-06-24 19:30:22 BdST

নারায়ণগঞ্জ সিটির সবুজায়ন নিয়ে কাজ করব: দীনা আমিন


পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নারী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব দীনা আমিন। তিনি জন্মগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ভূঁইয়া পাড়ায়। তিনি নারী উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি পরিবেশ বিপর্যয় নিয়ে জনসচেতনতা তৈরি, নারী ও শিশুদের মৌলিক অধিকার নিয়ে সবুজ আন্দোলনে কাজ শুরু করেছেন।

দীনা আমীন তার বক্তব্যে বলেন, যে শহরে আমার বেড়ে ওঠা তার নাম নারায়ণগঞ্জ। ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়াই আমাদের শহরটি হয়ে উঠেছে শিল্প কলকারখানা অন্যতম শহর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় শিল্পায়নের ফলে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সবুজায়ন বৃদ্ধি করার জন্য সবুজ আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধভাবে দখলকৃত খাল ও নদীর ধারে কাজ করব। আগামী প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা নেত্রীদের সার্বিক সহযোগিতা নিয়ে আমাদের কাজকে এগিয়ে নিবো।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from Climate