September 20, 2024, 11:40 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2021-06-24 19:34:28 BdST

আগামী প্রজন্মকে বাঁচাতে পরিবেশ বিপর্যয় রোধ করতে হবে: নিলুফার ইয়াসমিন রুপা


 বাংলাদেশের ছোট্ট একটি জেলা মেহেরপুর। স্বাধীনতার ঐতিহ্য বহনকারী স্থান মুজিবনগর। মেহেরপুর জেলা শহরে বাস করেন নিলুফার ইয়াসমিন রুপা,কাজ করছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে।বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের পরিচালক ও নারী পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। মেহেরপুর শহরে গড়ে তুলেছেন একটি স্কুল ও তরুণীদের প্রশিক্ষণের জন্য বিউটি পার্লার।

নিলুফার ইয়াসমিন রুপা বলেন, আগামী প্রজন্মকে বাঁচাতে পরিবেশ বিপর্যয় রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে সারা পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এখন দৃশ্যমান। বাংলাদেশসহ বেশকিছু রাষ্ট্র ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করছি সবুজ আন্দোলনের মাধ্যমে উন্নত রাষ্ট্র গুলোর কাছ থেকে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায় করতে। ইতোমধ্যে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সবুজ আন্দোলন কাজ করছে। নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার নিয়ে কাজ শুরু করেছে সবুজ আন্দোলন নারী পরিষদ। আগামী জুলাই মাস থেকে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করতে জেলা-উপজেলাতে কাজ করবে সবুজ আন্দোলন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from Climate