March 20, 2025, 3:27 pm


আন্তর্জাতিক প্রতিবেদক

Published:
2024-01-05 06:56:41 BdST

হামাসের উপ-প্রধানকে হত্যায় ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়


হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরিকে হত্যার নতুন বিবরণ প্রকাশ করা হয়েছে।

খবর অনুসারে, তাকে হত্যায় ইসরায়েল ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে চারটি বিস্ফোরিত হয়। এর মধ্যে দুটি ফ্লোর ধ্বংস করে সরাসরি হামাসের সভাকক্ষে আঘাত হানে।

লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল ১০০ কেজি।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে আরুরিকে হত্যা করা হয়েছে।  কোনো চালকবিহীন বিমান (ইউএভি) দিয়ে নয়।

ওই কর্মকর্তা জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির দাহিয়া কোয়ার্টারে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ‘গাইডেড মিসাইল’-এর আঘাতে ইসমাইল হানিয়ার ডেপুটি নিহত হয়েছেন।

এদিকে নিহত সালেহ আল-আরুরিকে বৈরুতের শাতিলা শরণার্থী শিবিরের বাইরে শহীদ কবরস্থানে সমাহিত করা হয়েছে।  সেখানে লোকেরা তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন।  

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.