March 19, 2025, 8:29 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-28 22:41:25 BdST

রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার


জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিস্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন। 

এই ব্যাপারে তিনি বলেন, যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে। জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই। তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি। 

উল্লেখ, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাচড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি পরাজিত হন। এর পরে থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন। 

এদিকে, আজ রবিবার জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিস্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.