March 19, 2025, 3:58 pm


ফিন্যান্স টুডে রিপোর্ট:

Published:
2024-02-08 12:55:08 BdST

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন পরিবেশবাদী নেত্রী অধ্যক্ষ নাদিয়া নূর তনু


রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার ফলে ছোটকাল থেকেই রাজনীতির হাতে খড়ি পরিবেশবাদী নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণ পরিবেশ বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ নাদিয়া নূর তনুর। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেলের সুযোগ্য কন্যা তিনি। ঢাকা ১৯ (সাভার ও আশুলিয়া) আসনের তৃণমূল নেতাদের সাথে নিয়মিত যোগাযোগের ফলে তরুণ রাজনীতিবিদ হিসেবে আলাদা একটি জায়গা করে নিয়েছেন নাদিয়া নূর তনু। আজ ৭ ফেব্রুয়ারি দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ গুলিষ্ঠানের দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম উত্তোলন করেন। তার পক্ষে সাভার থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আপন ছোট ভাই আহমেদ ফয়সাল নাইম তূর্য্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ঘোষিত সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পরে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ব্যক্তিগতভাবে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক, নারায়ণগঞ্জের কাচপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই সন্তানের জননী নাদিয়া নূর তনু পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পাভেল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

নাদিয়া নূর তনু তার অনুভূতিতে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে সব সময় রাজপথে সক্রিয় আছি। মাননীয় নেত্রী বিগত নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রাধান্য দিয়েছেন। সংরক্ষিত নারী আসনে শিক্ষিত ও তরুণ নারীদের বেশি পরিমাণ সুযোগ দিবেন বলে প্রত্যাশা করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংসদে গিয়ে জনগণের অধিকার বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহযোগী হিসেবে রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে চাই।

মনোনয়নপত্র ক্রয় করার সময় সাভার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.