September 20, 2024, 8:48 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-21 19:57:13 BdST

সিটিটিসি প্রধানসহ ৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে


ক্ষমতার পট পরিবর্তনে পরিবর্তনের হাওয়ায় পুলিশের আরও তিন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার।

তারা হলেন– পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।

প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম।

৭ অগাস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।

ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে দিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। দুই দফায় ঢাকার সকল থানার ওসিকে বদলি করে বিভিন্ন জেলায় পাঠানো হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা