September 19, 2024, 8:43 am


অনলাইন ডেস্ক:

Published:
2024-09-15 13:57:27 BdST

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র


অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে প্রতিনিধি দলের ঘন্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে। প্রতিনিধি দলটি সকাল ১০.৫৫ মিমিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। দুপুর ১২টার দিকে যমুনা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বৈঠকে বসবে প্রতিনিধি দলটি। সেখানে মধ্যাহ্নভোজেও যোগ দেবেন তারা। তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথেও বৈঠক করবেন তারা।
এর আগে, রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।
ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ব্রেন্ট নেইম্যান ছাড়া মার্কিন প্রতিনিধি দলের বাকি সদস্যরা আজ রোববারই ঢাকা ছাড়বেন

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা