September 23, 2024, 7:26 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-09-23 16:35:05 BdST

সপ্তাহে ৭ দিনই ‘হাফ পাস’ শিক্ষার্থীদের


সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই রাজধানীতে চলাচল করা গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ সুবিধা চালু করা হয়েছে। আজ থেকেই এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
সোমবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এ কথা বলেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
তিনি বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা ‘হাফ পাস’ সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।
সাইফুল আলম আরো জানান, পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে।
নিরাপদ সড়ক আন্দলোনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়।
এই ‘হাফ পাস’ শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বান জানান আব্দুল্লাহ মেহেদি দীপ্ত।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা