September 27, 2024, 5:16 am


অনলাইন ডেস্ক:

Published:
2024-09-26 17:06:49 BdST

বিআরটিএর নির্দেশনামহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধই থাকছে


জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার বিআরটিএর বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
সংস্থাটি বলছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন অবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
এছাড়া যেসব স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, সেসব স্থানে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পো যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা