September 27, 2024, 5:20 am


অনলাইন ডেস্ক:

Published:
2024-09-26 17:41:52 BdST

আগামী ৫ মাসের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে: রাবি ভিসি


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
রাবি উপাচার্য বলেন, ‘আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্ররাজনীতি থাকবে কি না বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করবো।’
ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা; দ্বিতীয়ত, আগের ছাত্ররাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা।’
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত নেওয়ার জন্য পোল তৈরির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেন তারা। তবে সংস্কারমূলক ছাত্ররাজনীতির পক্ষে মতামত দিয়েছে উল্লেখযোগ্য একটি অংশ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা