September 29, 2024, 3:29 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-09-29 12:56:09 BdST

কারামুক্ত সন্ত্রাসীরা অপরাধে জড়ালেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার


কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, যেসব শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বের হয়েছেন, তারা যদি নতুন কোনো অপরাধে জড়ান, তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা