March 14, 2025, 9:20 pm


এফ টি রিপোর্ট:

Published:
2024-10-06 14:35:34 BdST

ডেল্‌টা লাইফে কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম আইনে ২৬ ধারা চাকুরীচ্যুতের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন


বৈষম্যের স্বীকার কর্মকর্তা ও কর্মচারী কমিটি গতকাল ০৫ ই অক্টোবর ২০২৪ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর বিভিন্ন দুর্নীতি, আর্থিক অনিয়ম ও কর্মকর্তা-কর্মচারীদের শ্রম আইনে ২৬ ধারা চাকুরীচ্যুত করার অভিযোগে মানব বন্ধন করা হয়। বক্তারা বলেন, ২০২১ সালে আইডিআরএ একজন প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতি তদন্তের জন্য কয়েকটি অডিট ফার্মকে নিয়োগ প্রদান করেন। অডিট চলাকালিন আইটির দুইজন কর্মকর্তা বীমা গ্রাহকের ডাটা আপডেট ও ডিলিট করে কোটি কোটি টাকার ডাটা কম্পিউটার সার্ভার থেকে মুছে দেয়। প্রশাসকের তদন্তে ডাটা ডিলিট প্রমাণিত হওয়ায় আইডিআরএ'র একজন কর্মকর্তা জনাব ইমদাদ হোসেন বাদি হয়ে গুলশান থানা ডিজিটাল সিকিউরিটি এ্যক্ট একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ১০। এই মর্মে মহামান্য হাইকোর্টে রিট থাকাকালীন আপিল বিভাগের শুনানি একপর্যায়ে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মধ্যস্তায় রীট মহামান্য আপিল বিভাগে নিষ্পতি না হয়ে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। যার নামকরণ করা হয় “সমঝোতা বোর্ড” । ডেল্টা লাইফের বর্তমান চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার আওয়ামীলীগের ২০১৮ সালের এমপি কোন শেয়ারের মালিক না হয়েও, তিনি চেয়ারম্যান পদে সম্মানিত হন এবং সপ্রিম কোর্টে আইনজীবী জনাব ফিদা এম কামাল মহামান্য আদালতের নির্দেশে এসেছেন সমঝোতার বোর্ডের দুর্নীতি ও আর্থিক অনিয়মের অডিট পরীক্ষা করা জন্য, পরীক্ষা করতে এসে তিনিও ডেল্টা লাইফের মালিক হয়ে যান ।


প্রশাসক চলাকালিন যে সকল কর্মকর্তা ও কর্মচারী ডেল্টা লাইফের প্রতিষ্ঠানের পক্ষে এবং আইডিআরএ কর্তৃক পাঠানো অডিটরদের সাথে দায়িত্বপালন করার কারণে ১০০ উপরে ২৬ ধারায় চাকুরিচ্যুত ও চাকরি ছাড়তে বাধ্য করে। ইতিমধ্যে তারা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, অর্থ মন্ত্রনালয়, সিকিউরিটি এক্সচেঞ্জ ও আইডিআরএর’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে ।


ডেল্টা লাইফে শেয়ার হোল্ডার, বীমাগ্রাহক, বৈষ্যম্যের স্বীকার কর্মকর্তা কর্মচারীদের দাবি, বর্তমান অবৈধ পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন নিরপেক্ষ পরিচালনা পর্ষদ অথবা দ্রুত প্রশাসন নিয়োগ দেওয়া এবং অন্যায়ভাবে চাকুরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীদের পরিবারবর্গের কথা বিবেচনা করে পুনরায় চাকরিতে বহালের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইউনুস স্যারের সদয় দৃষ্টি কামনা করছে ।


এ সময় বক্তব্য রাখেন মাহবুব আলম খাঁন, সাবেক কনসালটেন্ট, মঞ্জুরে মাওলা, নুর আলম, মোসাঃ সাবিনা, তনিমা বেগম সালমা প্রমুখ । উপস্থিত ছিলেন চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.