বিশেষ প্রতিবেদক
Published:2024-12-12 09:29:03 BdST
মন্ত্রণালয়গুলোকে বাজেট কাঠামো পাঠানোর নির্দেশ
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব মন্ত্রণালয়কে নিজ নিজ বাজেট কাঠামো অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে।
সরকারের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জন নিশ্চিত করতে এবং সরকারি ব্যয়ের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এটি করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়, বিভাগ ও অন্য প্রতিষ্ঠানের মধ্যমেয়াদি বাজেট কাঠামো সংশোধন ও হালনাগাদ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে এই নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই লক্ষ্যে আগামী বছরের ২৩ জানুয়ারির মধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও অন্য প্রতিষ্ঠানগুলোর বাজেট কাঠামো অর্থ বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগ এবং পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ ও সংশ্লিষ্ট সেক্টর ডিভিশনে এক প্রস্থ করে পাঠানোর নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়েছে, যদি কোনও মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেটভুক্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে একাধিক সেক্টর বা ডিভিশন সংশ্লিষ্ট থাকে তাহলে সংশ্লিষ্ট সব সেক্টর বা ডিভিশনে সংশোধিত বা হালনাগাদ করা বাজেট কাঠামো পাঠাতে হবে।
পরিপত্রের সব দিকনির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বাজেট কাঠামো, রাজস্ব ও প্রাপ্তি এবং ব্যয় প্রাক্কলন ও প্রক্ষেপণগুলো হালনাগাদ বা প্রণয়ন করে ২৩ জানুয়ারির মধ্যে অর্থ বিভাগ ও পরিকল্পনা কমিশনে পাঠানো নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, মধ্যমেয়াদি বাজেট কাঠামো পদ্ধতিতে যে বাজেট প্রণয়ন করা হচ্ছে তা তিনটি প্রধান পর্যায়ে বিভক্ত। এর মধ্যে রয়েছে- কৌশলগত পর্যায়, প্রাক্কলন পর্যায় এবং বাজেট অনুমোদন পর্যায়। কৌশলগত পর্যায়ের প্রথম ধাপে প্রশাসনিক মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানকে বিদ্যমান মধ্যমেয়াদি বাজেট কাঠামো হালনাগাদ করতে হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.