মোঃ হুমায়ূন কবির:
Published:2025-03-19 16:46:19 BdST
রাজধানীতে চালু হচ্ছে জনতার বাজার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হচ্ছে মোহাম্মদপুরে ‘জনতার বাজার-১’।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ১৯ মার্চ এই জনতার বাজার শুভ উদ্বোধন করবেন। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা। সভাপতিত্ব করবেন ঢাকার জেলা প্রশাসক।
আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ‘জনতার বাজার-১’-এর উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে রাজধানীর আরও পাঁচটি স্থানে আউটলেট চালু হবে। এর আগে গত জানুয়ারিতে ঢাকার জেলা প্রশাসক এই বাজার চালুর ঘোষণা দেন।
জেলা প্রশাসক তানভীর আহমেদ জানিয়েছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের সরাসরি ভোক্তাদের সঙ্গে সংযুক্ত করা এবং পণ্যের দাম স্থিতিশীল রাখা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা। প্রাথমিকভাবে ঢাকায় ছয়টি বাজার স্থাপন করা হবে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।’
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত ছয়টি স্থানের মধ্যে রয়েছে—মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের কাছে, মিরপুর গোলারটেক মাঠ, কামরাঙ্গীরচরের কুনরাঘাট মেডিকেল মোড়, বাড্ডার বড় বেরাইদ বাজার, গুলশানের ঢেলনা মসজিদ মাঠ এবং ডেমরার সারুলিয়া বাজার।
পণ্যের মূল্য নির্ধারণে পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের জন্য যুক্তিসংগত লাভের বিষয়টি বিবেচনা করা হবে। বাজার পরিচালনায় স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.