March 23, 2025, 4:32 pm


বিশেষ প্রতিনিধিঃ

Published:
2025-03-22 18:52:02 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয় আ্যলামনাই আ্যসোসিয়েশনের ইফতার অনুষ্ঠান


২১ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন। সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ হাছানাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এয়াকুব আলী মোল্লা, ইফতার আয়োজক কমিটির আহবায়ক হিসেবে প্রফেসর ডঃ মুহাম্মদ ইমরান হোসাইন ও সদস্য সচিব এডভোকেট মোঃ সাইফুল ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ খসরু মিয়া, যুগ্ম সচিব আজমুল হক, অ্যাডিশনাল ডিআইজি সানা শামিনূর রহমান, এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ শাহাদাত হোসেন, মেঘনা ব্যাংকের ডিরেক্টর আলী আক্তার রিজভী, সাফ গেমসের ভারোত্তোলনে স্বর্ণ বিজয়ী শাহরিয়া সুলতানা সূচী, জাতীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় সাবরিনা, এএজি শামীমা আক্তার ও এএজি পাপিয়া জামান। অনুষ্ঠানে পাচ শতাধিক অ্য্যালামনাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে এবং গাজায় নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.