সামিউর রহমান লিপু
Published:2025-03-28 16:16:15 BdST
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রকম্পিত থাইল্যান্ড ও মিয়ানমারব্যাংককে ৩০ তলা ভবনধস, আটকা ৮০ শ্রমিক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির রাজধানী নেপিদোসহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ও ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। দেশটিতে বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিয়ানমারের ছয়টি অঞ্চল এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী বাংলাদেশ, ভারত, লাওস এবং চীনেও। তবে এসব দেশগুলোতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের আঘাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ৮০ জন শ্রমিক ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে ইতিমধ্যে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডর রাজধানী শহর ব্যাংকককেও প্রকম্পিত করেছে। এতে শহরের অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময় বাংলাদেশেও এই ভূমিকম্প আঘাত হেনেছে; রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭।
ভূমিকম্পে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানীর উত্তরে অবস্থিত একটি নির্মাণাধীন সরকারি ভবন ধসে পড়ে। ফোন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে ভবনধসের দৃশ্য ধরা পড়েছে।
তাতে দেখা যাচ্ছে, শহরের চাতুচক জেলার ৩০ তলা ভবনটি ভেঙে পড়ছে। ভবনটি অনেকটা তাসের ঘরের মতো কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
সরকারি চ্যানেল এনবিটির তথ্যানুসারে, ভূমিকম্পের সময় ব্যাংককের জনপ্রিয় জেজে মার্কেটের কাছের ভবনটিতে ৪০০ জনের মতো শ্রমিক কাজ করছিল। এর মধ্যে ৮০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা আগামী কয়েক ঘন্টায় ভূমিকম্পের আফটারশকের জন্য জনসাধারণকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেছেন, আমি আপনাদের সকলকে শান্ত থাকার অনুরোধ করছি। প্রতিটি সংস্থা ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তারা সাহায্য করার জন্য প্রস্তুত।
খবরে বলা হয়েছে, রাজধানী ও এর বাইরে অন্য ভবনগুলো ভূমিকম্পে দুলছিল। অনেক ভবনের ছাদের সুইমিং পুলগুলোর পানি ছড়িয়ে পড়ছিল। ভূমিকম্পের মুহূর্তে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.