May 4, 2025, 12:19 pm


শাহীন আবদুল বারী

Published:
2025-05-04 00:21:13 BdST

ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে বিএনপির চিঠি


১৫ বছর ধরে লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ৫ মে সোমবার দেশে ফিরছেন।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও এখনো ফ্যাসিবাদের দোসররা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জীবনের নিরাপত্তায় সর্বোচ্চ ঝুঁকি রয়েছে বলে মনে হওয়ায় জোবাইদার নিরাপত্তা চেয়েছে বিএনপি।

এই বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দেয়া হয়েছে দলের পক্ষ থেকে।

গত ৩০ এপ্রিল আইজিপি বরাবর চিঠি লেখেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। জোবাইদা রহমানের নিরাপত্তার স্বার্থে একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহারা, বাসায় আর্চওয়ে স্থাপন করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

আব্দুস সাত্তার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী হিসেবে তার জীবনের সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আশা করছি সরকার ডা: জোবাইদা রহমানের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।

চিঠিতে বলা হয়, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে লন্ডন থেকে ৪ মে দেশের পথে রওনা করবেন। ডা. জোবাইদা তার সফরসঙ্গী হিসেবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার বাবার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সেই কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে আইজিপি বাহারুল আলম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে- এমন প্রশ্নে আইজিপি বলেন, পুলিশ দপ্তর তো এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই ব্যবস্থা নেয়া হবে। তবে এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে মন্ত্রণালয় থেকে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.