হাসান মোল্লা; শিবচর প্রতিনিধি
Published:2025-07-24 14:42:20 BdST
শিবচরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের ২ যাত্রী নিহত, আহত ২
মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান, একটি মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
এই দুর্ঘটনাটি ঘটে আজ ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে কুতুবপুর ইউনিয়নের নিকটবর্তী পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।
নিহতরা হলেন ফরিদপুর জেলার সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খান সন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-১৭০৪) এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। ভোর আনুমানিক ৪.৩০ ঘটিকার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮১৭৫) দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক একই মুহূর্তে পেছন থেকে আসা পূর্বাসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৩২০) মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান ও বাসের মাঝে পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
এই ভয়াবহ দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা অজ্ঞাতনামা আরও দুইজন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় পূর্বাসা পরিবহনের বাসটির সামনের অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.