October 23, 2025, 12:54 pm


নেহাল আহমেদ

Published:
2025-10-23 09:24:09 BdST

ভাইফোঁটা: ভালোবাসা, আশীর্বাদ ও ঐতিহ্যের উৎসব


আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব ভাইফোঁটা। আজকের এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে। প্রথমে বোন ভাইয়ের কপালে ফোঁটা দেয়, মাথায় ধান ও দুর্বা ঘাসের শীষ রাখে। এই সময় শঙ্খধ্বনি ও উলুধ্বনি ধ্বনিতে মুখরিত হয় ঘরবাড়ি। এরপর বোন ভাইকে আশীর্বাদ বা প্রণাম জানায়—যে বড়, সে আশীর্বাদ করে, ছোট হলে প্রণাম করে। তারপর ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেয় এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ উপহার দেয়। ভাইও নিজের সাধ্য অনুযায়ী বোনকে উপহার প্রদান করে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশীর্বাদ পেয়েছিলেন। সেই থেকেই এই দিনটি যম দ্বিতীয়া নামে পরিচিত।

পুরাণে বলা আছে—যে ব্যক্তি এই দিনে যমুনায় স্নান করে যমরাজ ও দেবী যমুনার পূজা করে, তার অকালমৃত্যু হয় না এবং জীবনে কষ্ট দূর হয়।

যমুনাকে সূর্যকন্যা ও দেবীস্বরূপা হিসেবে মানা হয়, যিনি সকল দুঃখ দূর করেন। তাই এই দিনে যমুনা ও যমরাজের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে।

ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভাইবোনের চিরন্তন বন্ধনের উৎসব—ভালোবাসা, যত্ন আর আশীর্বাদের এক অনুপম প্রকাশ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.