November 2, 2025, 3:18 am


মাদারীপুর প্রতিনিধি

Published:
2025-11-01 19:45:36 BdST

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রোকনউদ্দিন মিয়ার মতবিনিময়


মাদারীপুরে তিনটি জাতীয় সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে শিবচর-মাদারীপুর-১ সংসদীয় আসনটি অনেক গুরুত্বপূর্ণ; যেখানে আওয়ামী লীগ সমর্থিত সাবেক পতিত সরকার শেখ হাসিনার ভাতিজা নূরে আলম লিটন চৌধুরীর একক আধিপত্য ছিলো এবং ঐ আসনে তিনি বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন।

জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে পতিত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়ার পর নূরে আলম লিটন চৌধুরীর আর হদিস পাওয়া যায় নি। তিনি কি দেশে, না বিদেশ পালিয়ে গেছেন সেটাও জানা যায়নি।

বর্তমানে ঐ আসনে আওয়ামী লীগের আর তেমন কোনো তোড়জোড় নেই। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশে গনতন্ত্রের হাওয়া বইতে শুরু করায় এই আসনে বিএনপি’র রয়েছেন একাধিক প্রার্থী।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সুপ্রীম কোর্টের আইনজীবী ও শিবচরের কৃতি সন্তান রোকনউদ্দিন মিয়া উক্ত আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী।

মো. রোকনউদ্দিন মিয়া শনিবার (১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার ৭১ চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহের গোমস্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. সুজন বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. রোকনউদ্দিন মিয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দলীয় হাইকমান্ড কাকে দলীয় মনোনয়ন দিবেন সেটা একান্তই তাদের বিবেচনার বিষয়। তবে দল এবার অনেক যাচাই-বাছাই করে যোগ্য, ত্যাগী, শিক্ষিত, ক্লীন ইমেজ ও রাজপথে বিগত স্বৈরাচারীদের আমলে যে সব নেতারা সক্রিয় ছিলো-তাদেরই মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস।

এসময় তিনি আরও বলেন, জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী-ফ্যাসিষ্টদের বিরুদ্ধে রাজপথে তিনি অত্যন্ত সক্রিয় ছিলাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা হওয়ায় স্বৈরাচারবিরোধী যে কোনো আন্দোলন-সংগ্রামেও আমি মাঠে সক্রিয় ছিলাম। দল আমাকে নমিনেশন দিলে শিবচর-মাদারীপুরের মানুষ আমাকে গ্রহন করবে এবং ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

শিবচর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহের গোমস্তা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিবচরের কৃতি সন্তান মো. রোকনউদ্দিন মিয়া অত্যন্ত মার্জিত, শিক্ষিত এবং ক্লীন ইমেজের একজন ব্যক্তি। তিনি সুপ্রীম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন দক্ষ সংগঠক। আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা রয়েছে। পার্টি হাইকমান্ড তাকে এই আসনে মনোনয়ন দিবে বলে আমরা আশাবাদী।

সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুল শরীফ, শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব মো. বোরহানউদ্দিন খান, পৌর বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেজবাহ গোমস্তা মাসুম, শিবচর পৌর জিয়া পরিষদের সভাপতি মো. লিটন গোমস্তা, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মো. লোকমান হোসেন ফকির ও মো. ফিরুজ মাদবর, পৌর বিএনপির সহ-সভাপতি মো. লোকমান গোমস্তা, সাংগঠনিক সম্পাদক মো. রফু গোমস্তা, কৃষক দলের সদস্য সচিব রাব্বি মুন্সী, যুবদল নেতা মো. নিরব গোমস্তা, ছাত্রদল নেতা নাঈম গোমস্তা, মতিউর রহমান (মাসুম), সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাদবর, ছাত্রনেতা আদর গোমস্তাসহ আরও অনেকে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.