November 14, 2025, 3:55 am


শাহীন আবদুল বারী

Published:
2025-11-13 17:22:09 BdST

টাঙ্গাইলে শিক্ষকদের ছাতা উপহার দিলেন টুকু


বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের শিক্ষকদের ছাতা উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহেল কাফি শাহেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর হোসেন সজল, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন এবং শহর বিএনপির সদস্য শহিন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজই জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ও কর্মক্ষেত্রে সহায়তার উদ্দেশ্যে এই ক্ষুদ্র উপহার দেয়া হয়েছে।

টাঙ্গাইলের কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকু সবসময় শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে থাকেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

এদিকে, ছাতা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষকগন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা টুকুর এই উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সুলতান সালাউদ্দিন টুকু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। তিনি গত বছর ৫ আগস্টের পর থেকে টাঙ্গাইল সদরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর সচেষ্টায় টাঙ্গাইল উন্নয়নের মডেল শহর হবে বলে সর্বস্তরের মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন।

টাঙ্গাইল-৫ আসনের জনমানুষের কাছে সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে জনপ্রিয় একজন নেতা হিসেবে টাঙ্গাইলে পরিচিত লাভ করেছেন। টুকুর এই গ্রহনযোগ্যতার অন্যতম কারণ হচ্ছে, তিনি এমপি না হয়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে সদর উপজেলার বিশাল চরাঞ্চলের উন্নয়নে উদ্যোগ গ্রহন করেছেন। ইতিমধ্যে টুকুর আন্তরিক চেষ্টা ও তদবিরের মাধ্যমে কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবার পথে।

টুকুর এই সার্বিক প্রচেষ্টা বিএনপির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। যা অন্য কোন নেতার দ্বারা সম্ভব হয়নি। তাঁর বিনয়ী আচরণ টাঙ্গাইল সদরের সর্বমহলের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

টাঙ্গাইলের মানুষ বিশ্বাস করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দিয়ে জেলার ভঙ্গুর রাজনীতিকে স্বাবলম্বী করবেন। টুকু পরিবারের আত্মত্যাগ জিয়া পরিবার অবশ্যই মূল্যায়ন করবে বলে টাঙ্গাইলের অবহেলিত জনগোষ্ঠী মনেপ্রাণে বিশ্বাস করে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.