নিজস্ব প্রতিবেদক
Published:2025-11-19 20:00:32 BdST
৬০০ কোটি টাকা আত্মসাৎকারী এনজিও’র পরিচালক গ্রেপ্তার
অধিক মুনাফার লোভ দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা মো. নাজিম উদ্দিন তনুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার সকালে আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলার বাসিন্দা নাজিম উদ্দিন নওগাঁ সদরের ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন' নামের আলোচিত এনজিওটির পরিচালক ছিলেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডির বিশেষ ইউনিট আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ৮০০’র অধিক ভুক্তভোগী এই প্রতারণার শিকার হয়েছেন এবং আত্মসাৎ করা অর্থের পরিমাণ ৬০০ কোটিরও বেশি টাকা। এই পর্যন্ত নাজিম উদ্দিন তনুসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতারণার কৌশল:
‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ গ্রাহকদের প্রতি মাসে ১ লক্ষ টাকার বিপরীতে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার লোভ দেখাত। প্রথমদিকে কিছু মনোনীত গ্রাহককে নিয়মিত লভ্যাংশ দেওয়া হতো। এই লভ্যাংশের খবর সুকৌশলে প্রচারিত হলে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এখানে আমানত জমা করতে আগ্রহী হয়। গ্রাহকরা সঞ্চয় জমা, মাসিক ডিপিএস এবং এককালীন আমানত হিসাবে অর্থ বিনিয়োগ করতেন।
একজন বাদী এজাহারে উল্লেখ করেন যে তার একারই আমানত ছিল ২০ লক্ষ টাকা এবং ভুক্তভোগীদের প্রায় ১৫০ কোটি টাকা প্রতিষ্ঠানে জমা ছিল।
২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয় এবং গ্রাহকরা তাদের অর্থ তুলতে পারছিলেন না। পরিচালক মো. নাজিম উদ্দিন তনু সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী গ্রাহকরা অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ তাদের অর্থ দিতে অস্বীকার করে এবং অফিস থেকে জোরপূর্বক বের করে দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নওগাঁ সদর থানায় গত ১২/১১/২০২৪ খ্রি. তারিখে একটি মামলা (নং-২০) রুজু করেন (ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০)। মামলাটি বর্তমানে সিআইডি’র নওগাঁ জেলা ইউনিট পরিচালনা করছে।
সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, চক্রের অজ্ঞাত অপর সদস্যদের সনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে তদন্ত অব্যাহত রয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
