নিজস্ব প্রতিবেদক
Published:2025-11-19 20:10:32 BdST
৫ ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
বিভিন্নভাবে সংকটে পড়া দেশের পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের নতুন ব্যাংকে শেয়ার না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মঙ্গলবার এই রিট দায়ের করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এই রিট দায়ের করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষা না করে এবং তাদের নতুন ব্যাংকের শেয়ার না দিয়ে একীভূতকরণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে।
একই সঙ্গে শেয়ারহোল্ডারদের তাদের শেয়ার মালিকানার অনুপাতে প্রস্তাবিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ শেয়ার বরাদ্দের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, সম্পত্তি অর্জন ও ব্যবসা করার অধিকার আমার মক্কেলের সংবিধান স্বীকৃত অধিকার। সাধারণ বিনিয়োগকারীরা ওই ব্যাংকগুলোর শেয়ার কিনেছেন। কিন্তু সরকার প্রস্তাবিত নতুন ব্যাংকে আমার মক্কেলকে কোনো শেয়ার না দিয়েই ব্যাংকগুলো একীভূত করার পদক্ষেপ নিয়েছে। এটি মৌলিক অধিকারের লঙ্ঘন।'
তিনি আরও বলেন, এই লঙ্ঘনের প্রতিকার হিসেবে এবং প্রস্তাবিত নতুন ব্যাংকে শেয়ার বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
এর আগে গত ৯ অক্টোবর সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক করা হবে।
নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি— ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারত্বের ভিত্তিতে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ অনুমোদনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনও আমানতকারী আমানত হারাবেন না।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
