November 26, 2025, 5:02 am


শাহীন আবদুল বারী

Published:
2025-11-25 19:49:45 BdST

প্রবাসী বিএনপির বৈঠকে প্রথমবারের মতো অংশ নিলেন জাইমা রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি যোগ দেন। বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইউরোপভিত্তিক প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এই আলোচনা সভায় ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

৩৯ সেকেন্ডের ঐ ভিডিওতে় দেখা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা জাইমা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছেন।

তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ। আপনারা যে মতামত, সমস্যা ও সুবিধাগুলো তুলে ধরেছেন—সেগুলো নোট নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আমরা কী করতে পারি তা দেখবো। কাজ এগিয়ে নিতে হবে, দেরি করা চলবে না।”

তিনি আরও বলেন, “খোকন আংকেল সময় অনুযায়ী করণীয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। সবার উচিত যোগাযোগ রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করা।”

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমি জানান, জাইমা সত্যিই সভায় যোগ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। তবে ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কারও ব্যক্তিগত রেকর্ড করা অংশই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রবাসী ভোটাধিকার কার্যক্রম নিয়ে দলের বৈঠকে এটি তার প্রথম অংশগ্রহণ। এর আগে চলতি বছরের ৫–৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের অংশ হন তিনি। ওই দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, ভবিষ্যতে পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবেন কি না—তা “সময় এবং পরিস্থিতিই বলবে।”

এদিকে দলীয় সূত্র বলছে, জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই। ছোটবেলায় দাদি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে।

এদিকে দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস।

অনেকেই মনে করছেন, দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে লন্ডনে স্থায়ী হওয়ার পর লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন জাইমা রহমান। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যারিস্টারি পাস করার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে বিএনপির রাজনীতিতে তাকে ঘিরে নতুন প্রত্যাশার কথা শোনা যায়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.