December 30, 2025, 11:20 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-12-30 20:29:40 BdST

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশজাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ সকাল ১১টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই শোক প্রকাশ করেন।

ওই পোস্টে জয় লিখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত জিয়া পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দেশের এই সংকটময় মুহূর্তে যখন একদিকে সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অকাল প্রয়াণ বাংলাদেশের রাজনীতি গনতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্বেও জাতির এই সংকটময় মুহূর্তে সব কিছুর উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এই পোষ্টে লিখেন, দুই নেত্রীই অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হয়েছেন৷ তা সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশ ও দলের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন, অবদান রেখেছেন বাংলাদেশের উন্নয়নে।

সজীব ওয়াজেদ জয় আরও লিখেন, জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।

বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.