নিজস্ব প্রতিবেদক
Published:2025-12-30 21:04:16 BdST
সম্মিলিত ইসলামী ব্যাংকের দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত
ব্যাংকিং খাত স্থিতিশীল করা এবং লক্ষ লক্ষ আমানতকারীর সঞ্চয় সুরক্ষার লক্ষ্য নিয়ে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর পরিচালনা পর্ষদের দ্বিতীয় বোর্ড সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ ডিসেম্বর) বিকালে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বোর্ড সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
এই সভায় বোর্ড সদস্য হিসেবে সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও অংশগ্রহণ করেন। এছাড়া বর্তমানে ব্যাংক রেজল্যুশন ফ্রেমওয়ার্কের অধীনে থাকা পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় অংশ নেন।
সভা শেষে চেয়ারম্যান আইয়ুব মিয়া সাংবাদিকদের বলেন, আমানতকারীদের অর্থ ফেরত ইস্যুতে আলোচনা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে এখন প্রস্তুত রয়েছে। শুরুতে প্রত্যেক আমানতকারীকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।
তবে ঠিক কবে থেকে অর্থ ফেরত দেওয়া শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
