January 9, 2026, 12:40 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-01-07 21:03:05 BdST

যশোরে ঘুষের টাকাসহ শিক্ষা অফিসার আটক


ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর পেনশন সংক্রান্ত পাওনা টাকা ছাড় করানোর জন্য তিনি গত তিন মাস ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের দ্বারে দ্বারে ঘুরছিলেন।

নুরুন্নবীর অভিযোগ, পেনশন ফাইল ছাড় করতে এর আগে তাকে ৮০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছিল। কিন্তু আশরাফুল আলম আরও টাকার দাবি করেন। টাকা না দিলে পেনশনের কাজ হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

অন্যদিকে, খুলনা বিভাগীয় এক কর্মকর্তার সাথে যোগসাজশ করে শিরিন আক্তারের বেসিকও কমিয়ে দেওয়া হয়। ঘুষ পাওয়ার জন্য শিক্ষিকার ভুক্তভোগী স্বামীকে নানাভাবে নির্যাতন করতে থাকেন অভিযুক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

বাধ্য হয়ে আজ বুধবার বিকেলে আবারও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে শিক্ষা অফিসে যান নুরুন্নবী। সেই টাকা আশরাফুল আলমের হাতে তুলে দেওয়ার সময় ওঁৎ পেতে থাকা দুদকের টিম তাকে হাতেনাতে আটক করে।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.