January 9, 2026, 7:44 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-01-09 01:13:37 BdST

সতর্কবার্তা জারিবিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা


বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে কিছু প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করছে যে, একটি চক্র ফি-এর বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নাম করে প্রতারণা চালাচ্ছে।

বিশ্বব্যাংক স্পষ্টভাবে জানাচ্ছে যে, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারো ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।

বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে অনলাইনে ঋণ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সতর্কতার কথা জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, 'অর্থের বিনিময়ে ঋণ দেওয়ার প্রতিশ্রুতির নামে প্রতারণা থেকে সাধারণ জনগণকে সতর্ক করছে বিশ্বব্যাংক।'

এতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাংক কখনো সরাসরি ব্যক্তি পর্যায়ে ঋণ দেয় না এবং কারো ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না।

প্রতারকরা ফেসবুক পেজ তৈরি করে বিশ্বব্যাংকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার প্রলোভনে ফেলছে। এজন্য ও মোবাইল ব্যাংকিং ব্যবহারসহ নানা কৌশল ব্যবহার করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'বিশ্বব্যাংক এই ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত নয়। তাই আপনারা এসব প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন তাহলে তাঁকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.