January 14, 2026, 11:25 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-01-14 09:14:32 BdST

যেসব এলাকায় সরবরাহ বন্ধভালভ ফেটে আবারও বন্ধ গ্যাস সরবরাহ


সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হওয়ায় রাজধানীর উত্তরা, উত্তরখান ও দক্ষিনখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বার্তায় এঅ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হওয়ায় উত্তরার বিতরণ মেইন ১২ ইঞ্চি ব্যাসের লাইন শাটডাউন করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি মিরপুর রোডে গ্যাসের ভালভ ফাটে। তার আগে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত হয় বিতরণ গ্যাস পাইপলাইন।

সব মিলিয়ে ঢাকা মহানগরীতে গত কয়েকদিনই গ্যাসের স্বল্পচাপ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। কোনো কোনো এলাকায় চুলাই জ্বলছে না। এরসঙ্গে বাজারে সিলিন্ডার গ্যাসেরও সংকট চলছে।

আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে এলপিজির সরবরাহ কমে গেছে। মানুষ দোকানে দোকানে ঘুরে গ্যাস পাচ্ছে না। ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস অনেককে দ্বিগুণ দামেও কিনতে হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.