January 15, 2026, 7:18 pm


S M Fatin Shadab

Published:
2026-01-15 14:37:53 BdST

সংস্কারের ম্যান্ডেট, গণভোটে হ্যাঁ-এর মাধ্যমে পূর্ণতা পাবে: আলী রীয়াজ


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এ পর্যায়ে গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে সেই ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘শহিদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে যত প্রতিকূলতাই থাক, যদি ন্যায়ের পক্ষে থাকি, বিজয় আমাদের অনিবার্য।’

বুধবার (১৪ জানুয়ারি) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪-এ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই গণভোটকে সফল করতে হবে।’

তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। না হলে দেশে গণঅভ্যুত্থান হতো না। যাদের রক্তে এই সনদ লেখা হলো তারাই দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন।’

বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ‘গণভোট কারো একার এজেন্ডা নয়, দেশের সকল রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সবাই মিলে জুলাই সনদ তৈরি করেছে।’

জুলাই সনদে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোটে যারা ‘না’ এর পক্ষে কথা বলে তা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষেই কথা বলে।’

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুরের পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার। রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামরা এতে অংশ নেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.