January 19, 2026, 1:49 am


শাহীন আবদুল বারী

Published:
2026-01-18 23:30:17 BdST

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় টুকুর স্ত্রী সিম্মি


তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলের মাহমুদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি পারবহুলী (উত্তরপাড়া) সরকার বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (০৫) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সহধর্মিণী সাইমা পারভীন সিম্মি।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.