January 22, 2026, 5:09 pm


S M Fatin Shadab

Published:
2026-01-22 15:20:13 BdST

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ



রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব এলাকায় হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি, যা ঘিরে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট অংশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতির কারণে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইভাবে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে সময় হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগান দিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে জড়াবে না— এমন অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তবে সেই অঙ্গীকার দীর্ঘস্থায়ী হয়নি। এক মাস না যেতেই গত ১০ ডিসেম্বর ফের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। ওই ঘটনায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.