January 25, 2026, 5:58 pm


S M Fatin Shadab

Published:
2026-01-25 16:04:40 BdST

শ্রীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ


গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে চলা ও পুলিশের নির্যাতন বন্ধের দাবিতে অটোরিকশা চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ওই সড়কের গড়গড়িয়া নতুন বাজার এলাকায় অবরোধ করেন অটো চালকরা। এতে প্রায় ১ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রীপুর ও মাওনা হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে অটো চালকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল করত। উচ্চ আদালতের নির্দেশ হাইওয়েতে অটো চলা নিষধ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে অটোরিকশা চলতো। এক শ্রেণির দালাল অটো চালকদের কাছ থেকে পুলিশের নাম করে মাসোহারা নিতেন। হাইওয়ে পুলিশ সড়কে অটো চলাচলে কড়াকড়ি করায় অটো চালকরা ক্ষিপ্ত হয়ে রোববার সকাল সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করেন। এসময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কে আটকে পড়ে বিপাকে পড়েন শত শত যাত্রী। পরে পুলিশ এসে সড়ক থেকে অটো চালকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অটো চালকরা বলেন, ‘সংসারে আয়ের উৎস অটোরিকশা চালিয়ে সংসার চলে। মহাসড়কে পুলিশ অটোরিকশা চলতে দেয় না। সড়কে উঠলেই পু্লিশের হয়রানি নির্যাতনের শিকার হতে হয়। অনেক সময় মোটা অংকের মাসোহারা দিয়ে অটো চালাতাম। এখন পু্লিশ সড়কে চালাতে দেয় না। আজ সকালে বিল্লাল নামের অটোচালক পুলিশের ধাওয়া খেয়ে উল্টে আহত হন।’

অটো চালকরা বলেন, ‘আমরা মহাসড়কে পু্লিশের হয়রানি নির্যাতনের শিকার। পুলিশের নাম করে আমাদের নিকট থেকে মোটাঅংকের মাসোহারা নেওয়া হতো। আমরা মহাসড়কে চলার দাবিতে অবরোধ করেছি। আমরা মহাসড়কে চলতে চাই।’

মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, অটো চালকরা অবৈধ দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে অটো চালকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.