January 27, 2026, 5:13 pm


S M Fatin Shadab

Published:
2026-01-26 15:10:10 BdST

বিক্ষোভের উসকানিদাতাদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি


ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই সম্প্রতি দেশজুড়ে চলা বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর ওপর হামলা ও ধ্বংসাত্মকের নেপথ্যে থাকা উসকানিদাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম হোসেইন বলেন, যারা এই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিচার করার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না। জীবনযাত্রার উচ্চমূল্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুতই ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলনে রূপ নেয়। একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

জোর দিয়ে ইরানের প্রধান বিচারপতি জানান, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে, তাদের বিচার হবে আপসহীনভাবে। ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


গত ২৮ ডিসেম্বর থেকে জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে।

উল্লেখ্য, সরকারের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে রাজপথের বিক্ষোভ অনেকটা কমে এলেও জনমনে চাপা উত্তেজনা রয়ে গেছে।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.