January 1, 2026, 3:35 pm


S M Fatin Shadab

Published:
2026-01-01 12:56:44 BdST

বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সান্তোসেই থাকছেন নেইমার


আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইনজুরি আর ফর্মহীনতার কারণে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও হাল ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সেই লক্ষ্য পূরণে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছেন তিনি।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারের নতুন এই চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা করে নিতেই সান্তোসে থাকছেন নেইমার। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাম দিয়ে নয়, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপের চূড়ান্ত দল সাজানো হবে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই সান্তোসে নিজের সেরাটা দিতে চান নেইমার।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবুও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ১২৮ ম্যাচে ৭৯ গোল।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.