January 7, 2026, 3:22 am


S M Fatin Shadab

Published:
2026-01-05 15:05:58 BdST

রূপপুর থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার


পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন গ্রীন সিটি থেকে রাইবাকভ মাকসিম (৩০) নামে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির আবাসিক ভবনের ৮নং বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত রাইবাকভ মাকসিম রাশিয়ান নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটমটেক এনার্গো কোম্পানিতে কর্মরত শ্রমিক ছিলেন। 

রোববার সকালে আবাসিক বিল্ডিংয়ের নিজ কক্ষে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তার সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.