January 31, 2026, 7:47 pm


S M Fatin Shadab

Published:
2026-01-31 16:46:40 BdST

যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের প্রশ্রয় দিতে চাই না: মির্জা ফখরুল


যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা প্রশ্রয় দিতে চাই না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের বলদাপুকুর এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজকে আমাদের আনন্দ যে আমরা হিন্দু-মুসলিম সবাই একটাই চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। খুব পরিস্কার কথা। এজন্য আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা আমার খুব পছন্দ হয়েছে—‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট।’ এটা খুব ভালো একটা স্লোগান।”

 

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া বিষয়ে তিনি বলেন, ‘আমরা কি আপনাদেকে একথা বললাম যে- ধানের শীষে ভোট দিলে স্বর্গে বা বেহেশতে যাবে? আমরা বললাম যেটাতে দেশের কাজ হবে। কিন্তু একটা দল ওরা আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করার জন্য বলতেছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে!ইসলাম ধর্মে কোথাও এটা বলা নাই। আমল যে করবে, আল্লাহর নির্দেশে কাজ যে করবে সেই বেহেশতে যেতে পারবে, অন্য কেউ বেহেশতে যেতে পারবে না। একথা যারা বলে তারা সঠিক বলে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আরেকটা কথা পরিস্কার, এটা বলতে আমার কোনো দিধা নেই। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি এই দেশের জন্য। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। আমার দুই লাখ মা-বোনের সম্ভ্রম চলে গেছে এই দেশটার জন্য, এই বাংলাদেশের জন্য। সেই সময় এই দলটা (জামায়াত) ঐ পাকিস্তানকে সাহায্য করেছিল। ভুলে গেছেন নাকি আপনারা? ভুলবেন না। সুতরাং ঐ দলকে বিশ্বাস করা যায়না, যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করেনাই। এখন মাফও চায়না একদিনের জন্য, ক্ষমাও চায় নাই। সুতরাং তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের এতটুকু বলতে পারি—আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন। আর নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি বলতেছি—আমি আপনাদের সঙ্গে আছি; আপনাদের জন্য যদি প্রথম শহীদ হতে হয় আমি হবো, আমার দলের লোকেরা হবে। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের লোক, আপনাদের জন্য কথা বলেছি, লড়াই করেছি এবং সংগ্রাম করছি। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৫ বছর কষ্ট করেছি। আমি ১১৭টা মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গেছি এবং সাড়ে তিন বছর জেল খেটেছি। তার জন্য আমার কোনো দুঃখ নাই। আমরা যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, দেশটাকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে এটাতেই আমাদের আনন্দ। তাই আসুন আগামী ১২ ফেব্রুয়ারি আমার মার্কা ধানের শীষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিবেন। আপনাদের ভোটে বিজয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।’

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.