March 28, 2024, 8:45 pm


Siyam Hoque

Published:
2020-05-30 16:56:00 BdST

৩০তম স্প্যান বসল পদ্মা সেতুতে, বাকি ১১টি


NEWS DESK

পদ্মা সেতুর ৩০তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। শনিবার ৩০ মে সেতুর জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর ৪৫০০ মিটার দৃশ্যমান হয়েছে। সেতুর মোট ৪২টি পিলারের ওপর স্থাপন করা হবে ৪১টি স্প্যান। মোট ৩০টি স্প্যান বসানো হলো। এতে আর বাকি ১১টি।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, স্প্যানটি জাজিরার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি ২৬ ও ২৭ নম্বর পিলারে সকাল ৯টা ৩৭ মিনিরে সফলভাবে বসানো হয়েছে। তিনি জানান, গতকাল স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার ভাসমান ক্রেনে করে এটি নিয়ে আসা হয় জাজিরা প্রন্তে। তিনি জানান, জাজিরার অংশে আর মাত্র ১টি স্প্যান বাকি আছে সেটি ২৭ ও ২৮ নম্বর পিলারের স্প্যান বাকি আছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা