May 2, 2024, 9:06 pm


মো: হুমায়ূন কবির, সিনিয়র রিপোর্টার : 

Published:
2023-11-15 18:09:29 BdST

কাওরানবাজার কাব্যকস মার্কেটের সভাপতিকুলি থেকে কোটিপতি আবুল বাশার ভূইয়া


মো: হুমায়ূন কবির, সিনিয়র রিপোর্টার :
যে আবুল বাশার ভূঁইয়া কাওরানবাজার কাঁচামাল আড়তে একসময় কুলির কাজ করত। বিভিন্ন অনিয়মে আজ সে কোটিপতি, চরম দারিদ্রতা যার ছিল নৃত্য সঙ্গী বস্তা গায়ে মুড়িয়ে ফুটপাতে শুয়ে থাকতো যে আবুল বাশার ভূঁইয়া আজ তার গ্রামের বাড়িতে সম্পদের পাহাড়, ঢাকা শহরে একাধিক বাড়ি এবং কাওরানবাজার কাব্যকস মার্কেটে কোটি টাকা দামের তিনটি দোকান কাওরানবাজার কাঁচামাল আড়তে পাকা মার্কেটে বিশাল আড়ত ঘরসহ অন্যান্য মার্কেটে বেশ কয়েকটি দোকান রয়েছে। বিএনপি দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় বিএনপি নেতা ভূমি দস্যু নবী সুলেমানের হাত ধরে তার উত্থান, কাব্যকস সুপার মার্কেটের বিতর্কিত নির্বাচনে কোটি টাকা ব্যায়ে মালিক সমিতির সভাপতি পদ ভাগিয়ে নিয়ে চলে লুটতরাজ।
এক সময়ে বিএনপি দল করা আবুল বাশার ভূইয়া বর্তমানে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদ লাভে লবিং চালিয়ে গেলেও তা আর তার ভাগ্যে জুটেনি। এজন্য গত ১৫ই আগস্ট কাব্যকস সুপার মার্কেটের জাতীয় শোক দিবসে কাঙ্গালিভোজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ লাভে লভিং চালিয়ে গেলেও বিভিন্ন কারণে তা তার ভাগ্যে জুটেনি। এইজন্য গত ১৫ই আগস্ট কাব্যকস সুপারমার্কেটে জাতীয় শোক দিবসে কাঙ্গালিভোজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। বিগত অনেক বছর ধরে প্রতি বছর ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে মার্কেট থেকে কাঙ্গালী ভোজ আয়োজন করা হলেও এইবার আবুল বাশার ভূঁইয়ার বিরোধিতায় তা আর হয়নি। আবুল বাশার ভূঁইয়ার নিজস্ব ক্যাডার বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত কাব্যকর মার্কেটের ব্যবসায়ীরা। বিভিন্ন ইস্যুতে চলে চাঁদাবাজি, দোকান কেনে বেচাতেও চলে মোটা অংকের উৎসুক। কমিশন ছাড়া কোন দোকানপাট বেচাকেনা করতে দেওয়া হয় না। এতসব অনিয়ম আর দুর্নীতির প্রতিকার চায় কাওরান বাজার কাব্যকস মার্কেটের ব্যবসায়ীরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা