May 15, 2024, 10:31 pm


অনলাইন ডেস্ক:

Published:
2023-12-19 11:59:13 BdST

হরতালে যান চলাচল স্বাভাবিক


সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে হরতাল পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে এদিন সকাল থেকে রাজধানীতে হরতালের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি।গণপরিবহনের সংখ্যা কম থাকলেও যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসগুলোতেও যাত্রী সংখ্যা একেবারেই কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
প্রথমে সোমবার ভোর ৬টা থেকে হরতাল ডেকেছিল বিএনপি। কুয়েতের আমির শেখ নাওয়াফ-এর মৃত্যুতে দেশে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তাই হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিকে হরতালের শুরুতে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারী-শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে এ পর্যন্ত সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে নিয়মিত হরতাল-অবরোধ পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা