May 7, 2024, 1:27 am


অনলাইন ডেস্ক:

Published:
2023-12-24 12:39:27 BdST

তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে


আগামী দিনগুলোতে তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে। সারাদেশে কুয়াশাও বাড়তে পারে। এ সপ্তাহে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন তারা।
গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তাই শীতের অনুভূতিও কমে গিয়েছিল। রোববার (২৪ ডিসেম্বর) রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার তা বেড়ে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, নিকলিতেও এ তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থাকলেও রোববার তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
তিনি আরও জানান, সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা