May 14, 2024, 11:08 am


অনলাইন ডেস্ক:

Published:
2023-12-31 10:41:18 BdST

রাজধানীতে মে‌ট্রো‌রে‌লের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু


রাজধানীতে মে‌ট্রো‌রে‌লের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে আজ রোববার। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো।
আজ থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এই অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।
এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।
গত বৃহস্পতিবার রাজধানীর ইস্কাট‌নে প্রবাসী কল্যাণভব‌নে ডিএম‌টি‌সিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছি‌দ্দিক জানিয়েছিলেন, দি‌নে এক লাখ ৩০ থে‌কে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মে‌ট্রো‌রে‌লের ট্রেনে ভ্রমণ কর‌ছেন‌। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী‌দের জন্য ভাড়া কমা‌নোর পরিকল্পনা নেই।
তিনি জানান, গত বছর থা‌র্টি ফার্স্টের রা‌তে ওড়া‌নো ফানুসে কার‌ণে মে‌ট্রো‌রেল চলাচল বিঘ্নিত হ‌য়েছিল। তাই এবার ফানুস ওড়া‌নো ব‌ন্ধের ব্যবস্থা নি‌তে ঢাকা মহানগর পু‌লিশ কমিশনারকে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে।
মে‌ট্রো‌রে‌লের লাইনের দুই পা‌শে এক কি‌লো‌মিটার এলাকায় ফানুস ওড়া‌নো ব‌ন্ধের অনু‌রোধ জানিয়েছেন এম এ এন ছি‌দ্দিক। তিনি জানান, ক্যাটানা‌রি‌তে বিদ্যুৎ সং‌যোগ থাক‌বে না। ৩১ ডিসেম্বর রাত তিনটা থে‌কে ক্যাটানারি পরিষ্কার করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক আরও জানিয়েছেন, ভি‌ড়ের কার‌ণে দুই থে‌কে পাঁচ শতাংশ যাত্রী পিক আওয়া‌রে ট্রেনে উঠ‌তে পার‌ছেন না। এ জন্য ট্রেনে ওঠা-নামার নিয়ম মান‌তে অনু‌রোধ জানিয়েছেন তি‌নি।
ব্যবস্থাপনা পরিচালক ব‌লে‌ছেন, কাওরানবাজার স্টেশ‌নে প্রবেশ ও ব‌হির্গম‌নের সব পথ এখনো নি‌র্মিত হয়‌নি। শাহবা‌গে এক‌টি লিফটের কাজ সম্পন্ন কর‌তে কিছুটা সময় লা‌গবে। বঙ্গবন্ধু শেখ মু‌জিব স্পেশালাইজ হাসপাতা‌লে রোগী‌দের ওঠানামায় র‍্যাম্প নির্মাণ করা হবে। ফার্মগে‌টের ফুটওভার ব্রিজের স‌ঙ্গে ওয়াকও‌য়ে যুক্ত করার চেষ্টা করা হ‌চ্ছে। মে‌ট্রো‌রেলের একাংশে আট ঘণ্টা এবং অপরপাশে চার ঘণ্টা ট্রেন চল‌ছে। পু‌রো সময় চল‌লে, যাত্রী বাড়‌বে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা