May 14, 2024, 1:21 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-04 08:30:54 BdST

নির্বাচনি সহিংসতায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ ইসির


নির্বাচনি সহিংসতায় করা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ ছালাম এ সংক্রান্ত একটি চিঠি ঝিনাইদহ পুলিশ সুপারকে পাঠিয়েছেন।

ইসি চিঠিতে বলেছে, ‌‌'৮১ ঝিনাইদহ-১ নির্বাচনি এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাইয়ের সমর্থক কামরুল ও উকিল মুসল্লিসহ ১০/১২ জন সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের সমর্থকরা গত ২৬ ডিসেম্বর আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম বাজারের নিকটে মোল্যা পাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা দায়ের হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছে।

ফলে, বর্ণিত মামলা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেফতারের জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। '‌

'এ অবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ পুলিশ সুপারকে অনুরোধ করা হলো',- বলা হয় চিঠিতে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা