May 15, 2024, 5:05 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-04 08:46:32 BdST

আজ নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী জনসভা


দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের সবশেষ নির্বাচনী জনসভা হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের মাসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উপস্থিত থাকবেন তিনি।

নারায়ণগঞ্জ শহরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে। চলছে প্রধানমন্ত্রীকে বরণের আয়োজন। সমাবেশস্থলের আশপাশ এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে শনিবার (৩০ ডিসেম্বর) ফতুল্লায় নম পার্কে প্রস্তুতি সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শামীম ওসমান। ওইদিন সমাবেশে প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গণসংযোগ থেকে সব শ্রেণিপেশার লোকদের বলে আসছি, আমাদের নেত্রী আসবেন। নারায়ণগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেত্রীর ভাষণ শোনার জন্য।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ আসার খবরে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এত কঠিন শিডিউলের মধ্যেও উনি নারায়ণগঞ্জে আসছেন। এটা নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছে, দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তিনি বলেন, বিগত সময়ে সারা নারায়ণগঞ্জের এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের মাত্র ছয়দিন আগে জেলার পাচটি নির্বাচনী আসনের মহাজোট প্রার্থীদের নিয়ে জনসভায় ভাষণ দিয়েছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা