January 17, 2025, 11:17 pm


বিশেষ প্রতিনিধি

Published:
2025-01-06 16:16:02 BdST

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য


গত ১৪ ডিসেম্বর “দ্য ফিন্যান্স টুডে” অনলাইন পোর্টালে “সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হত্যার অভিযোগ মামলা” শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাবুদ্দিন মোল্লা। প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আপনার স্বনামধন্য বহুল প্রচারিত পত্রিকার ১৪ ডিসেম্বর ২০২৪ এর প্রকাশিত সংখ্যায় “সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হত্যার অভিযোগ মামলা” শিরোনামের সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদটি সঠিক তথ্য নির্ভর নয়। মনগড়া অনুমান ভিত্তিক কিছু বিষয়ের উপস্থাপনা করা হয়েছে। সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। স্কুলের যাবতীয় কাজ সরকারের বিধি-মত ম্যানেজিং কমিটির নিদের্শনা অনুযায়ী পরিচালিত হয়।আমি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ করছি। আমার প্রতিবাদটি আপনার স্বনামধন্য বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের অনুরোধ করছি।

প্রতিবেদকের বক্তব্য ও ফলোআপ নিউজঃ-রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্ল্যার বিরুদ্ধে নবম শ্রেনীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে শিক্ষার্থীর পরিবার।
পরিবারের প্রশ্ন ফারজানা আক্তার মৌ (১৪) সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন নিজের মৃত্যুর জন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করে সুইসাইড নোট কেনো লিখলো ??


সন্তান হত্যার বিচার চেয়ে সিএমএম কোর্টে শাহাবুদ্দিন মোল্ল্যাকে একমাত্র আসামী করে মামলা করেছেন শাহানাজ বেগম শিক্ষার্থীর মা। মামলা নং ১৬১/২৪, ধারা ৩০৫, পেনাল কোড ১৮৬০। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভিকটিম ফারজানা আক্তার মৌ (১৪) সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন। সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হারাইরপাড়া এলাকার সৌদি প্রবাসী আবু মুসা ও শাহনাজ আক্তার মনির মেয়ে। এক ভাই দুই বোনের মধ্যে মৌ ছিল দ্বিতীয়।
নিজের উপর হওয়া এই অবিচার এবং মায়ের অপমান কোনভাবেই মানতে পারেনি কিশোরী মেয়েটি। স্কুল থেকে বাসায় ফিরে সকলের চোখ এড়িয়ে ঘরের দেয়ালে একটি সুইসাইড নোট লিখে বাসার ছাদ থেকে নীচে লাফ দিয়ে আত্মহত্যা করে ফারজানা। ২০২২ সালের ২৬ ডিসেম্বর এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিজের মৃত্যুর জন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করে সুইসাইড নোটে ফারজানা লিখেছিলো, "বাবা অনেক ইচ্ছা ছিল অনেক বড় হব, ভালো কিছু করব, কিন্তু হতে পারি নাই। মাফ করে দিও। আমি বাঁচতে চাইছি, কিন্তু আমাকে বাঁচতে দিল না। হেডমাষ্টারের ভাইয়ের মেয়ে ফেল করছে, তাকে ওঠানো হয়েছে, কিন্তু আমাদের হয়নি। আমার মৃত্যুর পর হলেও এর প্রতিশোধ নেওয়া হোক। ইতি, তোমার মা মৌ।

                                                                             মামলার কপি

প্রধান শিক্ষক লিজিং কোম্পানিতে কমিটি টাকা রাখেন তিনি প্রতিবেদকে নিশ্চিত করেছেন ।
এছাড়াও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বানিজ্য, তহবিল তসরূপ, স্বজনপ্রীতি, শিক্ষকদের মাঝে গ্রুপিং সৃষ্টি এবং শিক্ষার্থীদের মারধর সহ বিভিন্ন অভিযোগ জেলা প্রশাসক ঢাকা ও শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, শিক্ষা মন্ত্রণালেয়, ঢাকা বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন অভিভাবক মোছাঃ সামছুন্নাহার।


এ সব কিছুর পরেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্ল্যা তার প্রতিবাদ লিপিতে সুনিদিষ্ট কোন বিষয়টি ভুল ও মনগড়া নিউজ তা প্রতিবাদ লিপিতে উল্লেখ করেনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.