January 18, 2025, 12:21 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-01-07 22:29:48 BdST

২৫তম বিসিএস স্বাস্থ্য ফোরামের যাত্রা শুরু


‘২৫তম বিসিএস হেলথ ক্যাডার ফোরাম’ নামে ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই নতুন সংগঠনের একটি কমিটি গঠন করা হয়।

সভায় নাক-কান-গলা বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল করিম মিঠুকে আহ্বায়ক এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অ্যাকাডেমিক রেজিস্ট্রার মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া নাক-কান-গলার সহযোগী অধ্যাপক নুরুল করিম চৌধুরী প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ইউরোলজির সহকারী অধ্যাপক শাহরিয়ার মো. কবীর হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট চিকিৎসক ও পেশাজীবী নেতা ডা. মো. মেহেদি হাসান। পরে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।

এই ফোরাম ক্যাডার বৈষম্য নিরসন, স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত ও দ্রুত পদোন্নতি ও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, চাকরির সাড়ে ১৮ বছর পূর্ণ হওয়ার পর ও এই বিসিএস ব্যাচের কোনো অ্যাসোসিয়েশন ছিল না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.